Market
দুর্গা পুজোর পাঁচদিনের জন্য বাঙালিকে অপেক্ষা করতে হয় ঝাড়া একটি বছর। শ্রেষ্ঠ উৎসবের এই পাঁচদিন আনন্দে মেতে ওঠে সব বাঙালি। তাই তো দুর্গা পুজোর খ্যাতি এখন গোটা বিশ্ব জুড়ে। আর দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রতিবছর পুজো অর্থনীতি ব্যপক উচ্চতায় পৌঁছে যায়। কিন্তু সেই অঙ্ক কতটা? সেটা জানার জন্যই ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একজোট হয়ে কাজ করে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, পশ্চিমবঙ্গের মোট জিডিপির আড়াই শতাংশ তৈরি হয় শুধুমাত্র দুর্গা পুজো থেকেই। সংখ্যার হিসেবে যার পরিমাণ ৩২,৩৭৭ কোটি টাকার কাছাকাছি। ব্রিটিশ কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যে প্রায় ৩৬ হাজারের বেশী দুর্গাপুজো হয়ে থাকে। তারমধ্যে কলকাতায় সরকারি নথিভুক্ত বিভিন্ন ক্লাবের দুর্গা পুজো সংখ্যা ২৫০০। দুর্গাপূজার সময় প্রতিমা ব্যবসা হয় ২৬০-২৮০ কোটি টাকা মতন। বিজ্ঞাপন বাবদ ব্যবসা হয় প্রায় ৫০৪ কোটি টাকা। তবে সবচেয়ে বেশি খরচা হয় খাওয়া-দাওয়া থেকেই। এইসময় খাবারের বাজার পৌঁছয় প্রায় ২৮৫৪ কোটি টাকায়। এছাড়া অন্যান্য ক্ষেত্র তো রয়েছেই।
দুর্গাপুজো পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য সামগ্রিকভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু তার অঙ্কটা কত সেই নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছিলেন অর্থনীতিবিদরা। এই বিষয়ে কৌতুহল দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তারপর খড়গপুর আইআইটি এবং লন্ডনের ম্যারি ইউনিভার্সিটি এই সমীক্ষায় অংশ নেয় ও ব্রিটিশ কাউন্সিলের তরফে প্রকাশ করা হয় পুজো অর্থনীতির রিপোর্ট। এই ধরনের সমীক্ষা ভারতে এর আগে হয়নি বলে দাবি করেছে ব্রিটিশ কাউন্সিল।
ব্যুরো রিপোর্ট