Daily

স্বীকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফি কমবে ৮০%। শুধুমাত্র ভারত নয়, বিদেশের স্কুলগুলিও – বিশেষ অধিকারের জন্য আবেদনকারী স্কুলগুলির ফি কমবে ৮০% পর্যন্ত, জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীষূষ গয়াল।
এর আগেও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফি কমানো হয়েছিল ৮০% পর্যন্ত। তবে এবার শুধু সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান নয়। দেশ বিদেশের সমস্ত সরকারি, আধা সরকারি এবং বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রেও এবার কমানো হবে ফি। অর্থাৎ, একটি প্রতিষ্ঠানের প্রকাশনা এবং পুনর্নবীকরণের জন্য মোট ফি প্রায় ৪ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৮৫ হাজার টাকা করা হবে।
এর ফলে বহু নতুন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডকে এই ঘোষণার অনুমোদনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন তিনি। আগামী ৫২ সপ্তাহের মধ্যে ১০ লক্ষ শিক্ষার্থীর মধ্যে আইপিআর সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে চাইছেন তিনি। এছাড়াও, গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে সূচক ৪৮ থেকে কমিয়ে ২৫ এ এনে ভারতের স্থান এগিয়ে আনার চেষ্টা করবে মন্ত্রক।
ব্যুরো রিপোর্ট