Daily

অঙ্কিত মুখার্জি, বারাসতঃ বারাসতের ময়নায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয়েছে ভর্তি ফি কমানোর দাবিতে।১০ শতাংশ হারে ভর্তি ফি বাড়ানোর বিজ্ঞপ্তি জারী করে কর্তৃপক্ষ কিন্তু পরবর্তীতে কার্যক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ থেকে নব্বই শতাংশ হারে ফী বৃদ্ধি পায়।যে শ্রেণী বা বিভাগের ছাত্র ছাত্রীদের মাসিক ফি ছিল ১২০০ টাকা তা বেড়ে হয়ে যায় ২২৫০ টাকা,অর্থাৎ ১০০০ টাকার বেশি ফী বেড়ে যায়। অভিভাবকদের দাবী অতিমারী পরবর্তী পরিস্থিতির মধ্যে এরকম বেতনবৃদ্ধি মেনে, তা দেওয়া সম্ভব নয়।তাঁদের বক্তব্য, যেখানে প্রতিটা স্কুল তাদের ভর্তি ফি কমাচ্ছে সেখানে এই স্কুল ভর্তি ফি অন্যায় ভাবে বাড়াচ্ছে।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি তারা তিন বছর পড়ুয়াদের কোনো বেতনবৃদ্ধি না করায় বর্ধিত ফী কে আপাত দৃষ্টিতে বেশি মনে হচ্ছে ।এর আগেও অবিভাবকরা কর্তৃপক্ষ কে জানায় বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়।করোনা পরিস্থিতির কারণে আদালতের যেখানে সমস্ত স্কুলের ভর্তি ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ, সেখানে এই বেসরকারি স্কুল এই পরিমানে ফি বৃদ্ধি করায় অবিভাবকরা একত্রিত হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান ।