Daily

সামাজিক মাধ্যমে স্বাধীনতায় রাশ টানতে কড়া অবস্থান কেন্দ্রের। সামাজিক মাধ্যমের অপপ্রয়োগ রুখতে নির্দেশিকা কেন্দ্রের। তাহলে আগামী ২৬ তারিখ কি দাঁড়ি বসতে চলেছে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারের ভারতীয় যাত্রাপথে?
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই গাইডলাইনে সামাজিক মাধ্যমের কন্টেন্টে রাশ টানতে বলা হয়েছিল OTT প্ল্যাটফর্ম গুলির জন্য ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। ফেসবুক-টুইটার-ইনস্টার মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়। সময় দেওয়া ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনমাস কেটে গেছে। একমাত্র ভারতীয় কোম্পানি কু (Koo) ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার কেউই কোনো সদুত্তর দেয়নি।
চ্যাট শো, ওয়েব সিরিজ এবং তথ্য চিত্রও এই নয়া নিয়মের মধ্যে আসবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এই নতুন গাইডলাইন অনুসারে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৈরি করতে হবে একটি অভিযোগ জানানোর বিভাগ। সেখানে ওটিটি প্ল্যাটফর্মের জমা পড়া অভিযোগের নিষ্পত্তি ৭২ ঘন্টার মধ্যে করতে হবে। আপত্তিজনক কন্টেন্টে রিপোর্ট মিললে একদিনের মধ্যে সমাধান করতে হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ভুঁয়ো খবর পরিবেশিত হলে, কে সেটি প্রথম পোস্ট করেছেন, তার পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গাইডলাইন না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আগামী ২৬ তারিখ
সেই নির্দেশিকা বাস্তবায়নের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে অনিশ্চয়তার মুখে পড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি। পরিষেবা স্বাভাবিক থাকার বিষয়টি ভেবে দেখেছেন তারা।
ব্যুরো রিপোর্ট