Daily

উত্তরবঙ্গকে আলাদা করার জন্য ফরোয়ার্ড ব্লক নিল ধরি মাছ, না ছুঁই পানি পন্থা। আর যে কারণে বিজেপির বাংলা ভেঙে স্বাধীন উত্তরবঙ্গ গঠনের স্বপ্নটা আরও একটু জোরদার হল। কিন্তু বাম সমর্থিত এই দলটি যেহেতু ধর্মীয় উগ্রবাদের বিরোধী, তাই বিজেপিকে সরাসরি সমর্থনের পথে হাঁটল না। বরং সোজা রাস্তা বাঁকা পথে হাঁটার চেষ্টাই করল। কারণ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য ফরোয়ার্ড ব্লক সমর্থিত উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটি উত্তরবঙ্গে বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে মজেছে। না হলে যে ভবিষ্যতে বড়সড় আন্দোলনের পথেও যেতে পারে সেই কথাও জানিয়েছে তারা।
উল্লেখ্য, অবিভক্ত বাংলার কথা বিজেপি এবং ফরোয়ার্ড ব্লক এই দুয়ের মুখেই শোনা গেছে। ফরোয়ার্ড ব্লক স্পষ্টই বলে দিয়েছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার পক্ষপাতী তারা নয়। কিন্তু তারাই বলছে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠন করা হোক। এই কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক গোবিন্দ রায় এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি তাঁদের অনেকদিনের। কারণ, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা সবকিছু থেকেই বঞ্চিত থেকেছে উত্তরবঙ্গ। তাই আগামী ২৫ জুলাই থেকে উত্তরবঙ্গের সব জেলার প্রতিনিধিকে নিয়ে এই কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। যা বিজেপিকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
ব্যুরো রিপোর্ট