Agriculture news
কৃষিক্ষেত্র। ভারতের ৭০ শতাংশ মানুষের অন্নসংস্থান যার উপর নির্ভরশীল। আর সেই কৃষিক্ষেত্রের উন্নতি স্বার্থে একের পর এক পরিকল্পনা নিয়ে আসছে কৃষিদপ্তর। চাষিভাইরা যাতে একটু ভালো থাকতে পারেন, তাদের যাতে দুটো বাড়তি পয়সা রোজগার হয়, নতুন প্রজন্ম যাতে কৃষিতে কর্মসংস্থানের দিশা দেখে, তা নিয়েই দিনের পর দিন কাজ করে চলেছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। কিন্তু নতুন কিছু চাষ করতে গেলে চাষিভাইদের সমস্যার অন্ত নেই। যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে আর্থিক সংকট। চাষিভাইদের আর্থিক সংকট দূর করতে এবং কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লক কৃষিদপ্তর।
জেলার কৃষিক্ষেত্রকে আরও উন্নত করতে প্রায়ই কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে জেলা কৃষিদপ্তর। ৫০ জন স্থানীয় চাষিভাইদের নিয়ে এবারের কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে তমলুক ব্লকের কৃষিকর্তারা। যেখানে চাষিভাইদের উন্নত ধান চাষ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক দিকটাও এদিন নজরে রাখা হয়। আলোচনা করা হয় এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফাণ্ড নিয়েও।
কীভাবে আবেদন করতে হবে, বা সুদের অঙ্ক কতটা, সেই বিষয়েও বিস্তারিত জানালেন সহ কৃষিঅধিকর্তা সৌমিত্র বর। এই বিষয়ে বিস্তারিত জানতে ওপরে ভিডিও তে ক্লিক করুন ।
এইধরণের প্রশিক্ষণ শিবির আগামীদিনে কৃষকদের মধ্যে যে ভালোরকম ছাপ ফেলবে, সে বিষয়ে আশাবাদী জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা।
প্রসূন ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর