Trending
একদিকে যখন অতিমারির প্রকোপ কমানোর জন্য দিনের পর দিন লোকাল ট্রেন বন্ধ রেখে শুধুমাত্র স্টাফ স্পেশ্যাল ট্রেনেই অফিস যাত্রীদের সমস্যা অনেকটা মিটছিল তখন অন্যদিকে যাতায়াতের সমস্যা বাড়তে থাকায় চরম অর্থনৈতিক সংকটের শিকার হয়েছেন কৃষকরা। যারা প্রতিদিন সবজি থেকে শুরু করে মাছ, দুধ, ছানা নিয়ে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। লোকাল ট্রেনই তাঁদের যাতায়াতের প্রধান ভরসা। আর এই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অশনি সংকেত ঘনিয়ে আসে কলকাতায় বিক্রি করতে আসা হাজার হাজার কৃষকের ভবিষ্যতের উপরে। আর ঠিক এমনই একটা সময়ে আবারও হাসি ফুটল কৃষকদের মুখে।
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খানিকটা সুরাহা করে দিলেন কৃষকদের। চালু হল দু’জোড়া কৃষক স্পেশ্যাল ট্রেন। ট্রেনের উদ্বোধন হয় নদিয়ার গেদে স্টেশনে। এর পাশাপাশি শান্তিপুর থেকেও আরেকটি কৃষক স্পেশ্যাল ট্রেনের উদ্বোধন করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং শিয়ালদার ডিআরএম সুরেন্দ্র প্রতাপ সিং।
প্রায় দু’বছর ধরে শুধুমাত্র চালু রয়েছে স্টাফ স্পেশ্যাল ট্রেন। ফলে সড়কপথ ব্যবহার করার জন্য কলকাতায় অগ্নিমূল্য হচ্ছিল সবজির দাম। আশা করা যায়, কৃষক স্পেশ্যাল ট্রেন কৃষকদের পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও আপাতত খানিকটা স্বস্তি দেবে। প্রয়োজনে আরও ট্রেন বাড়ানো হতে পারে বলেও জানা গিয়েছে।
রনি চ্যাটার্জী, নদিয়া