Daily

৩১ নং জাতীয় সড়কে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই গাড়ি। রাতের পর রাত কেটে গেছে, ক্ষেতের আলু পৌঁছায়নি কোল্ডস্টোরেজে। যে কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়ক জুড়ে। সঠিক সময়ে কোল্ডস্টোরেজে আলু না পৌঁছনোর কারণে কার্যত সমস্যার মুখে পড়ছেন আলু চাষিরা।
ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে মাদারীপুর পর্যন্ত এই দীর্ঘ দুই থেকে আড়াই কিলোমিটার জাতীয় সড়কের পথ তীব্র যানজটের মধ্যে পড়েছে। ৩১ নং জাতীয় সড়ক জুড়ে এই আলু বোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকার ফল ভুগতে হচ্ছে দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস ছোট গাড়ি সবকিছুকেই। কোল্ডস্টোরেজ থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের এই সমস্যার কথা শুনিয়ে আসছেন গাড়ির ড্রাইভাররা। কিন্তু সমস্যার কোন রকম সমাধান হচ্ছেনা বললেই চলে।
বিগত দু-তিন বছর ধরে এই চরম সমস্যার মুখোমুখি হয়ে চলেছেন ড্রাইভাররা। লাইনের গাড়ি দাঁড়িয়ে থাকছে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে অন্য গাড়িগুলো। নেপথ্যে কি তবে দালাল চক্র? কি বলছেন গাড়ির ড্রাইভাররা? শুনে নেব।
রাতের পর রাত গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাইভারদের এখন একটাই দাবি, সঠিক লাইন মেইনটেন করেই গাড়ি চলাচল স্বাভাবিক করে প্রসাশন। এখন তীব্র যানজট সরিয়ে জাতীয় সড়কে কবে গাড়ি চলাচল স্বাভাবিক হয় এবং ড্রাইভারদের দুর্ভোগ কাটে, সেটাই দেখার।
বিক্রম লাহা
বিজনেস প্রাইম নিউজ