Daily

গজরাজের কীর্তিকলাপে প্রাণ ওষ্ঠাগত হবার অবস্থা ঝাড়গ্রাম জেলার পেনেয়াভাঙ্গা এবং পূর্ণাডিহি গ্রামের কৃষকদের। এখন সেই গ্রাম এবং পার্শ্ববর্তী জঙ্গলগুলিতে ঘুরে বেরাচ্ছে ৩-৪টি হাতি। নষ্ট করছে ফসল। তাই আতঙ্কে কৃষকেরা।
জানা গিয়েছে কয়েকদিন আগে লোধাসুলি রেঞ্জের পেনেয়াভাঙ্গা এবং পূর্ণাডিহি গ্রামের মধ্যে প্রবেশ করে ২০-২৫টি হাতির একটি দল। সেই দল থেকে আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে ৩-৪টি হাতি। এখন তারাই প্রতি সন্ধ্যায় জঙ্গল থেকে বেরিয়ে ঘুরে বেরাচ্ছে গ্রামের মধ্যে এবং নষ্ট করে দিচ্ছে ফসল। এমনিতেই সেভাবে ফসল ওঠেনি এবারে। তার ওপর আবার হাতির প্রকোপ। ফলে রীতিমত আতঙ্কের মধ্যে প্রাণ হাতে নিয়ে ঘুরে বেরাতে হচ্ছে গ্রামবাসীকে।
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম