Trending

-অনেক সাধনার পর কৃষিকাজে লাভের মুখ দেখেন চাষিরা। কিন্তু দীর্ঘদিন চাষের পর যদি চাষের ফসল বা জমি ক্ষতিগ্রস্থ হয় তখন অবশ্যই চিন্তার ভাঁজ পড়ে তাঁদের কপালে। সেরকমই এবার আমন ধান চাষ করে ক্ষতির মুখে পড়তে চলেছেন চাষীরা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের বিস্তীর্ন এলাকার কৃষি জমিতে আমন ধান চাষ ৭০দিন পেরিয়ে গেলেও ধানের শিষ বের হবার আগেই ধান গাছ লাল হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইটাহার ব্লকের বেশ কিছু এলাকার কৃষকদের মধ্যে। আসুন জেনে নি এলাকার চাষিদের কাছে কিধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তাঁরা।
যদিও কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মতো কিটনাশক স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। তবে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার দ্বিবেন্দু রায় জানান আবহাওয়া খারাপ হওয়ার ফলে ব্যাকটেরিয়া জনিত কারণে এই সমস্যা হচ্ছে। একইসঙ্গে জানালেন এই সমস্যা থেকে মুক্তির উপায়। কৃষি দফতরের পরামর্শ মত চাষ করে কৃষকরা এই ক্ষতির মুখ থেকে যাতে রক্ষা পায় সেই চেষ্টাই এখন একমাত্র লক্ষ্য।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর