Prime
Daily
ইয়াস আসার আগেই ধান তুলছেন কৃষকেরা
By Business Prime News | May 24, 2021
Daily
ধেয়ে আসছে ইয়াস। আবারও বিপর্যস্ত হতে পারে জনজীবন। আবারও ক্ষতির মুখে পড়তে পারেন মানুষেরা। তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধান তোলার কাজ।
মালদার চাঁচলের ১ নং ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এলাকায় ৩৮০০ হেক্টর বিঘা জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। একইসঙ্গে পাট চাষ হচ্ছে ৩০০০ হেক্টর বিঘা জমিতে। এমনিতেই কালবৈশাখীর তাণ্ডবে কৃষকদের পড়তে হয় ক্ষতির মুখে। তাই এবার আর ভুল নয়। কৃষি দপ্তরের তৎপরতায় কৃষকেরা ঘরে তুলছেন ধান এবং পাট।
প্রশান্ত দাস, মালদা