Daily

মোদি সরকারের দিল্লির আসন দখলের সপ্তম বর্ষ পূর্তিতে দিল্লি সীমান্তে কৃষকদের ‘কালা দিবস’ উদযাপন। আগামীকাল বুধবার কৃষক আন্দোলনের ছয় মাস পূরণ হতে চলেছে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ কৃষকেরা তাদের এই কর্মসূচিতে সমর্থন পেয়েছে দেশের ১২ টি রাজনৈতিক দলের তরফ থেকে।
আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করলেও মোদি সরকার বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের দাবি নাকচ করে দিয়েছে। গত তিন মাস কোনো আলোচনাও হয়নি। জারি ছিল কৃষক আন্দোলনও। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সহ ১২ টি রাজনৈতিক দল সমর্থিত এই কর্মসূচি সম্পর্কিত একটি বিবৃতিতে বলা হয়, গত ১২ মে তাঁরা একযোগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। দেশের স্বার্থে অতিমারী আবহে কৃষকদের পাশে দাঁড়ানোর আর্জিও জানায় তারা।
কৃষক আন্দোলনের রেশ পশ্চিম উত্তর প্রদেশেই নয়, ছড়িয়েছে রাজ্যের অন্য এলাকাতেও। উত্তর প্রদেশ ছাড়াও বারাণসী, মথুরার মতো হিন্দু রাজ্যগুলিতেও বিজেপির নির্বাচনের ফল আশানুরূপ হয়নি। সাত- আট মাসের মধ্যে পরিস্থিতি অনুকূল করার আলোচনা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ব্যুরো রিপোর্ট