Daily

কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৬ শে জুন রাজ্যে রাজ্যে রাজভবন ঘেরাও করার ডাক দিলো সংযুক্ত কিষাণ মোর্চা। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ এই স্লোগান নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হবেন দেশের কৃষকরা। পাশাপাশি সংক্রান্ত কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দেবেন কৃষক নেতারা।
ইতিমধ্যেই দিল্লির সীমানা ঘেরাও করে কৃষক আন্দোলনের যে ঝড় উঠেছিল, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় তাতে ভাটার টান পড়লেও দমে যায় নি কৃষকরা। নিজেদের দাবি থেকে এক চুল সরে আসতে নারাজ তারা। সেই লক্ষ্যেই এবার নয়া কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যে রাজ্যে প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে চলবে অবস্থান বিক্ষোভ।
কৃষি আইন বাতিল নিয়ে নাস্তানাবুদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষক আন্দোলন সমর্থন করে দল ছেড়েছেন বহু সদস্য। ভেঙেছেন তবু মোচকে জাননি। কৃষি বিল প্রত্যাহারের স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়েছেন মোদি-শাহ। যদিও দাবি আদায়ে শীঘ্রই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।
ব্যুরো রিপোর্ট