Daily
গাছের প্রতি ভালবাসা তাঁর ছোটবেলা থেকেই। তাই নিজের বাড়ির ছাদকে, ছাদবাগানে পরিণত করতে দু’বারও ভাবেননি শিলিগুড়ির কলেজপাড়ার বাসিন্দা অজিত পাল। নিজের বাড়ির ছাদ সাজিয়েছেন, বিভিন্ন রকমের ফুলের পাশাপাশি প্রচুর মরশুমি ফল দিয়েও। আর এই সমস্ত কিছুই চাষ করেছেন টবের মধ্যে। শুধুমাত্র শখ পূরণের জন্য নয়। বানিজ্যিকভাবে তাঁর ছাদবাগানকে ব্যবহার করে, আজ সফল অজিত বাবু।
সম্প্রতি আবার এই ছাদবাগানে যুক্ত হয়েছে নতুন মেম্বার। আপেল। যদিও শীতের দেশের ফল হিসেবেই আপেলের ক্রেজটা বেশি। তবে কৃষিক্ষেত্রে বিজ্ঞানীদের নিরন্তর প্রয়াসের পর, তারা গ্রীষ্মকালীন আবহাওয়ায় সারভাইভ করতে পারে, এমন আপেলের খোঁজ দিতে সক্ষম হয়েছেন। আজ তেমনই কিছু আপেলের চারা শোভা পাচ্ছে অজিত বাবুর ছাদে। ফলও হচ্ছে ভালোরকম।
চাষের ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে জৈব প্রক্রিয়াই বেছে নিয়েছেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এবং যত্নের সঙ্গে তিনি এই গাছগুলোকে বড় করে তুলেছেন। উৎপাদন বাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা নিতেও বাকি রাখেননি তিনি। শুধু তাই নয়। তিনি চান, এই আপেল গাছের চারা বিতরণ করতে, যাতে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের একটা উপায় হয়।
ছাদ বাগানে টবের মধ্যে আপেল গাছ ফলিয়ে আজ অজিত বাবু এলাকার আরও অনেকের কাছেই উদাহরণ। আগামী দিনে যাতে তাঁর এই ছাদবাগান আরও বড় হয়, সেই ব্যাবস্থাও নেবেন বলে জানান তিনি।