Daily

চাকা গড়াতেই লাফিয়ে বাড়লো লোকাল ট্রেনের ভাড়া, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। পরিষেবা স্বাভাবিক হলেও ট্রেনে উঠতে কার্যত তথৈবচ অবস্থা নিত্যযাত্রীদের। ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন তাদের নিউ নর্মালের যাত্রা শুরু করল গত সোমবার থেকে। আর এই খবরে খুশি আমজনতা। কিন্তু দুঃখের ভার লঘু হচ্ছে না অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে।
নির্ধারিত ভাড়ার থেকে তিন গুণ বেশি ভাড়া নিচ্ছে লোকাল ট্রেন এবং কিছু বিশেষ ট্রেন। বর্ধমান থেকে গুসকরা যাওয়ার ভাড়া যেখানে আগে ছিল ১০ টাকা, সেখানে তা এখন হয়েছে ৩০ টাকা। বর্ধমান থেকে বোলপুর যাওয়ার নির্ধারিত ভাড়া ছিল ১৫ টাকা। সেটা এখন বেড়ে হয়েছে ৩৫ টাকা। যে কারণে রীতিমত ক্ষিপ্ত আমজনতা। পকেটের হাল যেখানে বেহাল, সেখানে জ্বালানি থেকে রান্নার গ্যাস, বাজারজাত দ্রব্য – সমস্ত কিছুর দাম ঊর্ধ্বমুখী। সেখানে যদি এবার লোকাল ট্রেনের ভাড়াও যুক্ত হয় তাহলে কি করবেন নিত্য যাত্রীরা?
যদিও রেলের আধিকারিকরা বলছেন এটা শুধুমাত্র ৫০ শতাংশ যাত্রী তোলার জন্য বাড়ানো হয়েছে ভাড়া। আর ভাড়া বাড়ালেই মানুষ ট্রেনে কম উঠবেন ও কোভিড বিধি মানা হবে। কারণটা নেহাতই হাস্যকর বলে দাবি করেছেন নিত্য যাত্রীদের একাংশ। যদিও বর্ধমান থেকে হাওড়া আশার মেন ও কর্ড লাইনের ভাড়া আগের মতোই রয়েছে।
ব্যুরো রিপোর্ট