Daily

সঞ্জয় চৌধুরী, মুর্শিদাবাদ ফরাক্কা: ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদে যোগাযোগের পথ এনএইচ ৮০ সংযোগস্থলে ফরাক্কার বেওয়া ব্রিজের উপর দিয়ে বন্ধ করে দিল ওভারলোড ভারী পণ্যবাহী যান চলাচল। স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার সকালে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার সহ ফরাক্কা ব্যারেজে কর্তৃপক্ষ এখানে গিয়ে বন্ধ করে দেয় ওভারলোড ভারী পণ্যবাহী যান চলাচল। ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলায় আসার গুরুত্বপূর্ণ ব্রিজ হলো ফরাক্কার বেওয়া ব্রিজ। এই বেওয়া ব্রিজের উপর দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলে। ঝাড়খন্ড থেকে পাথর কিনে নিয়ে বাংলায় এসে বিক্রি করে বহু লরির মালিক। কিন্তু বহু দিন ধরে ব্রীজের বেহাল অবস্থা। আর এই ব্রিজের উপর দিয়ে দিনে রাতে চলতো ওভারলোড পণ্যবাহী লরি। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়ো দুর্ঘটনা। সুত্রের খবর দুর্ঘটনা এড়াতে আজকে সকালে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার (R. Azhagesan) এই উদ্যোগ নেয়। এই ধরনের উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান ব্রিজের অবস্থা বেহাল। যেখানে সেখানে দেখা যাচ্ছে মোর্চে পড়া রড। বেশিরভাগ জায়গায় সেফটি রেলিং ভেঙে গেছে। অবিলম্বে এই বেওয়া ব্রিজ মেরামত করতে হবে।