Daily

গান যেমন করেন বিতর্কও তেমন সুরে বাঁধেন। কখনো আপন দেশের জেমসকে নিয়ে বেপরোয়া মন্তব্য কখনো আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে খোঁচা। কখনো আবার বাংলাদেশের সাংবাদিককেই ফোন করে অপহরণের হুমকি। তিনি বাংলাদেশের বর্তমান প্রজন্মের গায়ক নোবেল। তাঁর অস্বাভাবিক, বেপরোয়া আচরণের জন্য বারবার উঠে এসেছেন এপার বাংলা, ওপার বাংলার খবরের শিরোনামে।
এবার তাঁকেই দেখতে পাওয়া গেল পাবনার এক বিখ্যাত মানসিক হাসপাতালের ভিতর। যেখান থেকে নিজের ভিডিও পোস্ট করেছেন তিনি। আর পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। ভিডিওতে উপস্থিত থাকতে দেখা গেছে তাঁর স্ত্রীকেও। ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, এমন কি হল যার জন্য তাঁকে যেতে হয়েছে মানসিক হাসপাতালে? জানা গিয়েছে মারাত্মক মানসিক চাপে রয়েছেন এই বিখ্যাত গায়ক। কারণ বিতর্কিত মন্তব্যের জন্য ঢাকা পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন তাঁকে ডাকে। তাহলে কি সেই কারণেই নোবেলের মানসিক চাপ বেড়ে গেছে?
ব্যুরো রিপোর্ট