Daily

যোগীরাজ্যের ছায়া এবার খোদ কলকাতায়। সেখানে শ্মশানে জায়গা না পাওয়ায় সাইকেলের সঙ্গে মৃত স্ত্রীকে বেঁধে রাস্তার পাশে অপেক্ষারত বৃদ্ধের ছবি ভাইরাল হয়। এখানেও
রাস্তার পাশে পড়ে করোনায় আক্রান্ত রোগীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার ফিডার রোডে।
দমদম ক্যান্টনমেন্ট অঞ্চল থেকে করোনায় আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে আসছিলেন পরিজনেরা। হাসপাতালে পৌঁছনোর আগেই রোগীর মৃত্যু হয়। আর তখনই পরিবারের লোকেরা মতদেহ নিয়ে রাস্তার পাশে বসে পড়েন। বেলঘড়িয়া ফিডার রোডে এইভাবে মৃতদেহ নিয়ে বসে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসীরা নিরাপত্তার প্রশ্ন তুললে, পরিবারের সদস্যরা জানান, কামারহাটির পৌর প্রশাসক মন্ডলের প্রধান গোপাল সাহা সমস্ত বিষয়টি তদারক করছেন।
মানস চৌধুরী, কলকাতা