Prime
Daily
“পান পে চর্চায় “ নকল ই ভি এম
By Business Prime News | April 26, 2021
Daily
রঘুনাথগঞ্জ ৫৯ বিধান সভার কাশিয়াডাঙ্গা অঞ্চলের ভবানীপুর কুঠি ১৬৩ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো।
অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে । জানাগেছে, তৃণমূল কংগ্রেস ভোট দিলেই মিলছে চা ও পান খাওয়ানোর ব্যবস্থা। শুধু তাই নয় , তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস থেকে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের বলে দেওয়া হয় কোথায় কিভাবে ভোট দিতে হবে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনীযায় এবং গিয়ে ছত্রভঙ্গ করে এই ক্যাম্প তুলে দেওয়া হয়।
কুশল শরিফ, বহরমপুর