Prime
Market
পড়ল সূচক, স্বস্তির বলছেন বাজার বিশেষজ্ঞরা
By BPN Desk | September 30, 2021
শেয়ারবাজারের একটানা উত্থান যেমন অনেকের মুখের হাসি চওড়া করেছিল, তেমনি আর্থিক বিশ্লেষকদের একাংশের কপালে পড়েছিল দুশ্চিন্তার ভাঁজ। তাই সেনসেক্স ৪১০ পয়েন্ট নামতে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা।
কারণ হিসেবে বলছেন, সূচক যত ঊর্ধ্বগামী হবে বাজার পড়ার ঝুঁকি ততই বাড়বে। বিশ্ব বাজারও তেমন একটা চাঙ্গা ছিল না। চিন থেকে ইউরোপ। কোথাও বিদ্যুৎ সঙ্কট তো কোথাও আবার জ্বালানির অভাব।
সম্প্রতি শেয়ারবাজারের রেকর্ড দৌড় বহু লগ্নিকারীর মনে ভরসা জুগিয়েছে। কিন্তু আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই উত্থান সামঞ্জস্যপূর্ণ নয়। তাই লগ্নিকারীদের ধীরে চলো নীতির পরামর্শ দেন। দীর্ঘ মেয়াদী শেয়ার কেনার জন্য এই সতর্কবার্তা তাঁরা দিয়েছিলেন। তাই শেয়ার বাজারের পতনে তাঁরা কিছুটা হলেও স্বস্তিতে।
ব্যুরো রিপোর্ট