Market
অতিমারিতে মেঘ ঘনিয়েছে একের পর এক শিল্পক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যে লেগেছে জোর ধাক্কা। বাদ যায়নি আবাসন শিল্প। ক্রেতার অভাবে পড়ে আছে একের পর এক আবাসন। বিক্রি না হওয়ার দরুন আবাসন শিল্পে লেগেছে অশনি সংকেত। কিন্তু সম্প্রতি আশার আলো দেখা গেল একটি সমীক্ষায়। যেখানে বলা হয়েছে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি কমালে আবাসন বিক্রি একধাক্কায় অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ম্যাজিকব্রিক্স কনজিউমর পোলে উঠে এসেছে এমনই তথ্য, যেখানে ৮০% ক্রেতা স্ট্যাম্প ডিউটি কমানোর পক্ষে সায় দিয়েছেন। যেখানে তাঁরা বলেছেন, রাজ্য স্ট্যাম্প ডিউটি কমালে আবাসন কেনার কথা আবারও ভাবতে পারেন ক্রেতারা।
স্ট্যাম্প ডিউটি রাজ্য বিশেষে ঘোরাফেরা করে ৫-৯%। আবাসন কেনার সময় স্ট্যাম্প ডিউটির কারণে খরচ অনেকটাই বেড়ে যায়। আর সেই কারণে বহু ক্রেতা পিছিয়ে আসেন আবাসন কেনা থেকে। কিন্তু স্ট্যাম্প ডিউটি কমিয়ে দিলে সেদিক থেকে কিছুটা সুরাহা পাবেন ক্রেতারাই। গেল বছর কর্ণাটক এবং মহারাষ্ট্র স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়ায় আবাসন বিক্রি রকেট গতিতে বৃদ্ধি পায়। মহারাষ্ট্রে আবাসন বিক্রি বেড়েছিল ১১৪%। এখন আবার ওয়ার্ক ফ্রম হোম কালচার ফিরে আসায় অনেক ক্রেতাই একটু বড় আবাসনের দিকে ঝুঁকছেন। যেখানে আলাদা একটি ঘর থাকবে। ফলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাওয়া গেলে আবাসন কেনার দিকে আবারও উৎসাহী হবেন ক্রেতারা। যে কারণে অক্সিজেন পাবে ধুঁকতে থাকা আবাসন শিল্প।
ব্যুরো রিপোর্ট