Daily

মুদ্রার দর পতনে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়। বাজারে মৌলিক খাদ্য দ্রব্যের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় দাম কমেছে মুদ্রার। আর তাই গত মঙ্গলবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করল শ্রীলঙ্কা সরকার।
চলতি বছরে শ্রীলঙ্কার মাটিতে মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে মার্কিন ডলারের তুলনায় প্রায় ৭%। কিছু অসাধু ব্যবসায়িক সংগঠন ইচ্ছাকৃত ভাবে তাদের কাছে বিপুল পরিমাণে মৌলিক খাদ্যদ্রব্য সরঞ্জাম নিজেদের আমানতে রেখে দিয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ফলে বাজারে অত্যাধিক ভাবে বেড়েছে দাম, আর যার সরাসরি প্রভাব গিয়ে পড়েছে মুদ্রার দরে।
এখন কিছু কিছু মৌলিক খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি, আলু ইত্যাদির মজুত নিজের আওতায় রাখতে চাইছে কর্তৃপক্ষ। দপ্তর অনুযায়ী কর্মকর্তা নিযুক্ত করবেন তারা, এমনটাই জানা গিয়েছে। যারা সেই সমস্ত মজুত থাকা মৌলিক খাদ্যদ্রব্য উদ্ধার করে দামে ছাড় দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেবেন।
শ্রীলঙ্কায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে জারি হয়েছে জরুরি অবস্থা। চলছে কারফিউ। তবে পরিসংখ্যান বলছে, বৈদেশিক মুদ্রার হারের বৃদ্ধি মুদ্রার দর কমার অন্যতম কারণ। দপ্তর জানিয়েছে, আগস্টে গত মাসের চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে ৬%। বেড়েছে খাবারের দাম। তবে মুদ্রাস্ফীতি হ্রাসে সরকার যে ব্যবস্থা নিয়েছে, তা কিছুটা হলেও পজিটিভ ফল দেবে বলে মনে করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট