Market
দেশের শেয়ার বাজারে ফের পতন দেখা গেল শুক্রবার। এই দিন সেনসেক্স নেমে দাঁড়ালো ৭৫৫ পয়েন্টে। সেনসেক্স আর নিফটি তো দুর্বল অবস্থায় রয়েইছে আর তার পাশাপাশি বিএসসি মেডিক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলোরও পতন বাজারের গতি কমিয়ে দিয়েছে। মাত্র আটটি ভালো লেনদেন করেছে সেনসেক্স, ৩০ টি স্টকের মধ্যে।
অন্যদিকে নিফটির ৫০ টি স্টকের মধ্যে 35 টি স্টক কমেছে এবং বৃদ্ধির সঙ্গে লেনদেন করেছে ১৪ টি স্টক। টাটা স্টিল, এসবিআই ,আইটিসি, আলট্রাটেক সিমেন্ট, ইন্ডাসাইন্ড ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, টাইটান, সান ফার্মা, এশিয়ান পেইন্টস, বাজাজ ফাইন্যান্সের মতো স্টকগুলির উচ্চতা সামান্য বাড়লেও শুক্রবারের মধ্যেই সেই স্টক গুলির মধ্যে অনেকগুলি আবার নেমেও আসে।
মারুতি , কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক, এনটিপিসি, নেসলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস, ভারতী এয়ারটেল, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা ও মাহিন্দ্রা এন্ট এর মত নামিদামি সংস্থাগুলি শেয়ার এই দিন মুখ থুবড়ে পড়ে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ