Daily

বয়সের মাপকাঠি যাই হোক না কেন, সাহস করে ঝাঁপটুকু দেওয়া চাই। তবেই না খুলবে ভাগ্যের তালা! উদাহরণ? হাতের সামনে ভুঁড়িভুঁড়ি উদাহরণ থাকলেও আজকের দিনে দাঁড়িয়ে ট্রেন্ডিং যার নাম, বরং তাঁর নাম ধরেই এগোনো যাক। নামটা, ফাল্গুনী নায়ার। কি, চেনা চেনা লাগছে তো? একদম ঠিক ধরেছেন। আপনার প্রিয় প্রসাধনী ই-কমার্স সাইট নাইকার প্রতিষ্ঠাতা, আজ নাম তুলে ফেললেন ভারতে ধনীতমদের তালিকায়।
বয়স যখন পঞ্চাশের কোঠায়, সাহস করে এগিয়ে চললেন তখনই। বুধবার শেয়ার বাজারে নাম লেখায় তাঁর সংস্থা নাইকা। আর বাজার খুলতে না খুলতেই, যে অবাক কান্ডটা ঘটলো, সেটা তো আমাদের সকলের জানা। যারা জানেন না, তাদের জন্য তথ্যটা আরেকবার রইলো। ফাল্গুনী নায়ারের সংস্থা নাইকার শেয়ার বাজারমূল্য এখন ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। একদিনে ৮৯% পর্যন্ত বেড়েছে নাইকার শেয়ার। যদিও তিনি এই সংস্থার অর্ধেক অংশের মালকিন। তবুও, ব্লুমবার্গ বিলিয়নরস ইনডেক্স বলছে, ফাল্গুনী নায়ার হলেন ভারতের স্ব-প্রতিষ্ঠিত মহিলা বিলিওনিয়ার। আর তাঁর সংস্থা নাইকা হলো স্টক এক্সচেঞ্জ-এ নথিভুক্ত হওয়া প্রথম মহিলা নেতৃত্বাধীন সংস্থা।
আজকের দিনে দাঁড়িয়ে, মহিলাদের কাছে, সে দেশ হোক অথবা বিদেশ, ফাল্গুনী নায়ার একটা আইকনের নাম। অন্তত স্টার্ট আপের ক্ষেত্রে। আর তাঁর এই যাত্রাপথ এক মহিলার স্বপ্ন ছোঁয়ার কাহিনীও বটে। প্রসঙ্গত, গত মার্চ মাসে নাইকার বিক্রি গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেড়ে পৌঁছয় ৩৩০ মিলিয়ন ডলারে। আর এর কৃতিত্ব সবটাই যায় ফাল্গুনী নায়ারের কাঁধে। আজ নিজের পায়ে ব্যবসা দাঁড় করিয়ে বিলিয়নিয়ার ফাল্গুনী গোটা বিশ্বের কাছে একটা ইনস্পিরেশন।
ব্যুরো রিপোর্ট