Trending

ডিজিটাল নির্ভর বিশ্বে প্রতিদিনই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। টাকা হাতানোর নিত্যনতুন পথ বের করে হাজার হাজার মানুষের ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য করে দিচ্ছে অপরাধীরা। এবার সেই সাইবার জালিয়াতির নয়া প্রতারণার ফাঁদ হল মোবাইল টাওয়ার।
৪জি বা ৫জি মোবাইল টাওয়ার বসানোর পর মাসে হাজার হাজার টাকা রোজগারের প্রলোভন দেখাচ্ছে এই সাইবার অপরাধীরা। তার জন্য বিখ্যাত টেলিকম সংস্থার নাম করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়ো মেসেজ, ইমেল, ফোন নম্বর।
প্রতারকরা এমনভাবেই গোটা বিষয়টি সাজাচ্ছে যে সাধারণ মানুষ অর্থ রোজগারের আশায় পা বাড়াচ্ছেন। ভুয়ো ওয়েবসাইট বা অফিসে রেজিস্ট্রেশন করাচ্ছেন। তারপরেই হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সর্বসান্ত করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের।
প্রতারকদের এই ভুয়ো ফোনকল বা কোন মেসেজ যাচাই করার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সন্দেহজনক কিছু মনে হলে অবশ্যই মেসেজ বা মেল এড়িয়ে যাবার কথাও বলা হয়েছে।
ব্যুরো রিপোর্ট