Market

সকাল থেকেই খবর ছিল এয়ার ইন্ডিয়ার ভবিষ্যত যাচ্ছে টাটার হাতেই। একটি রিপোর্টে এই তথ্য প্রকাশিত হবার পর রীতিমত আলোড়ন পড়ে যায় গোটা দেশ জুড়ে। কিন্তু তারপরেই উলটপুরাণ। কেন্দ্রের বক্তব্যের সঙ্গে কোনভাবেই মিলছে না সেই রিপোর্ট। আর তাতেই আবারো দানা বাঁধছে সন্দেহ। তাহলে কি টাটার ঘরে ঢুকল না এয়ার ইন্ডিয়া?
সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার হস্তান্তর যে অবশেষে টাটার ঘরে যাচ্ছে, সেই রিপোর্ট একেবারেই ভুয়ো। অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এমন কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই সংবাদমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, আজ সকালের একটি রিপোর্ট থেকে জানা যায় টাটা গোষ্ঠী প্রায় ১৫-২০ হাজার কোটি টাকায় কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যা ইঙ্গিত দিচ্ছে, তাতে আবারো এয়ার ইন্ডিয়ার ভবিষ্যত গিয়ে দাঁড়ালো বিশ বাঁও জলে।
ব্যুরো রিপোর্ট+