Daily
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নয়া ছক হাতেনাতে ধরে ফেলল ভারত সরকার। পর্দা ফাঁস হল ভারতের বিরুদ্ধে পাকিস্তানি চক্রান্তের।
ইন্টারনেটকে হাতিয়ার করে ভারতে ফেক নিউজ ছড়াচ্ছিল পাকিস্তানের নতুন সংগঠন নয়া পাকিস্তান গ্রুপ (NPG)।
ভারত সরকার সক্রিয় হয়েই বন্ধ করল ২০টি ইউটিউব চ্যানেল এবং ২টি ওয়েব পোর্টাল। যা লাগাতার ভারত বিরোধী প্রচারে লিপ্ত ছিল।
নয়া পাকিস্তান গ্রুপ পাকিস্তানে বসেই অপারেট করত এই চ্যানেলগুলি। প্রায় ৩৫ লক্ষ সাবস্ক্রাইবার এবং ৫৫ কোটি ভিউয়ার্স ছিল চ্যানেলগুলিতে। ডিজিটাল মিডিয়া আইনের ১৬ নং ধারায় ভারত সরকার নিষিদ্ধ করল এই চ্যানেলগুলিকে।
একদিকে ছায়াযুদ্ধ তো অন্যদিকে ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করে পাকিস্তানে বসে লাগাতার ভারত বিরোধী প্রচারে নেমেছিল পাকিস্তানের ডিজিটাল সংগঠন নয়া পাকিস্তান গ্রুপ। এক্ষেত্রে তাদের হাতিয়ার ছিল ওয়েব পোর্টাল এবং ইউটিউব চ্যানেল। রাম মন্দির থেকে কাশ্মীর। কাশ্মীর থেকে এনআরসি। এনআরসি থেকে বিপিন রাওতের কপটার দুর্ঘটনা। এই সবই ছিল চ্যানেলগুলির মূল কনটেন্ট। তার সঙ্গে বিষ ফোঁড়ার মত চ্যানেলগুলি যোগ করেছিল ভারতের সংখ্যালঘুদের দৈনন্দিন অবস্থা। চ্যানেলগুলি এভাবেই বিভিন্ন বিষয়ে ফেক নিউজ প্রচার করে খেপিয়ে তোলার কাজে নেমেছিল ভারত সরকারের বিরুদ্ধে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নজরে বিষয়টি আসতেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে। শেষ পর্যন্ত ইন্টারনেট দুনিয়ায় পাকিস্তানের ফেক নিউজের কারবার চিরতরে নিষিদ্ধ করে দিল ভারত সরকার সাম্প্রতিক তথ্য প্রযুক্তি আইনের ১৬ নং ধারা অনুযায়ী।
বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে পাকিস্তানি অপারেটিং সংস্থাগুলি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে ফেক নিউজের মাধ্যমে নাক গলাতে শুরু করেছিল তাতে ভারত সরকারের এই পদক্ষেপ ছিল খুবই কার্যকরী। একই সঙ্গে ডিজিটাল মিডিয়াও যে ভারত সরকারের নজরদারিতে রয়েছে এবং ফেক নিউজ পরিবেশন করলে যেকোন পোর্টাল বা ইউটিউবের ভাগ্যে ঝুলতে পারে তালা। সে কথা আরো একবার প্রমাণিত হয়ে গেল।
ব্যুরো রিপোর্ট