Daily
অতিমারি আবহে বড়সড় ধাক্কা খেয়েছিল দেশের পর্যটন ব্যবসা। করোনার কামড় ফের কমে আসতে শুরু করায় চেনা ছন্দে ফিরতে শুরু করেছিল দেশের পর্যটন শিল্প। বাদ নেই আমাদের বাংলাও। এবার বাংলায় পর্যটন শিল্পের চাকা আরও মসৃণ করার জন্য বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে চুক্তি করল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বা ফেথ। বিনিয়োগের প্রস্তাব এলো ৫ হাজার কোটি টাকা। যা আগামী ৩ বছরে খরচ করা হবে রাজ্যের পর্যটন ব্যবসার পথ আরও চওড়া করার জন্য।
পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য যেখানে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে নদী- প্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। বাংলার ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্যের দুর্দান্ত মেলবন্ধনে বাংলা হয়ে উঠতে পারে দেশের পর্যটন মানচিত্রে খুব গুরুত্বপূর্ণ একটি হটস্পট। তাই ভিশন ২০৩৫ কর্মসূচি নেওয়া হয়েছে বাংলার পর্যটনব্যবসাকে উজ্জ্বল করার জন্য। আর এই গোটা প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান হতে পারে অনেকের। এই কর্মসূচির মাধ্যমে বিদেশের পর্যটক তো বটেই, এমনকি প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটকদের বাংলায় আনা সম্ভব হবে। এমনকি গ্রামীণ পর্যটনের দিকটাও বিশেষভাবে খেয়াল রাখা হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ