Daily
বর্তমানে গোটা বিশ্বে যে চাকরির বাজারে তিন বৃহৎ সংস্থা কার্যত ছড়ি ঘোরাচ্ছে, তারা গুগল, অ্যামাজন এবং ফেসবুক। এই তিনটি সংস্থার যে-কোন একটিতে চাকরি করার স্বপ্ন থাকে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করা ছাত্র-ছাত্রীদের। কিন্তু যদি একইসঙ্গে তিনটি সংস্থাই কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়, তাহলে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশাখ মণ্ডলের ক্ষেত্রে তাই হয়েছে। কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করার পর পেয়ে গেছেন একসঙ্গে গুগল, অ্যামাজন এবং ফেসবুক থেকে চাকরির প্রস্তাব। যার মধ্যে গুগল প্রস্তাব দিয়েছে ১.৪০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ। অন্যদিকে ফেসবুক তাঁকে অফার করেছে ১ কোটি ৮০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন চাকরির অফার তিনি গ্রহণ করবেন, সেই নিয়ে একটা দোলাচল ছিলই। কিন্তু অবশেষে বিশাখ জানালেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ফেসবুকেই যোগদান করবেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসেই তাঁর যোগ দেওয়ার কথা ফেসবুকে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরে চাকরির প্রস্তাব অতিমারির ধাক্কা সামলানোর পর এই প্রথম। এই তিনটি বৃহৎ সংস্থার কাছ থেকে কাজের প্রস্তাব পাওয়ায় খুশির হাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।