Daily

বহুদিন থেকেই অভিযোগ উঠছিল, ব্যবহারকারীর তথ্য চুরির। আর্কাইভ করে রাখা তথ্য হ্যাক করে হচ্ছে। নড়েচড়ে বসেছিলেন জুকারবার্গ। কিন্তু মীমাংসা হচ্ছিল না। এবার ইনস্টাগ্রামের সেই ‘বাগ’ খুঁজে বের করলো মহারাষ্ট্রের ময়ূর। ফেসবুক কর্তৃপক্ষ খুশি হয়ে পুরস্কৃত করেছেন ময়ূরকে।
ইনস্টাগ্রামে থাকা এই ‘বাগ’ মুহূর্তে হাতিয়ে নিতে পারে সমস্ত গোপনীয় তথ্য। এমনকি আপনাকে ফলো না করলেও আপনার প্রোফাইলের সমস্ত তথ্য ফাঁস হয়ে যাওয়া সম্ভব। মহারাষ্ট্রের সোলাপুরের হ্যাকার ময়ূর ফারতারে সেই ‘বাগ’ খুঁজে বার করে ফেসবুককে সতর্ক করে দেন।
কম্পিউটার সায়েন্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বছর একুশের ময়ূর। এর আগেও সরকারি ওয়েবসাইটে ‘বাগ’ ধরে দেওয়ায় তখনও তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। ময়ূরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করে ফেসবুক। গত ১৫ই জুন তাকে পুরস্কৃত করা হয়।
ব্যুরো রিপোর্ট