Market
ব্যবসার জন্য লোন চাইছেন? ফেসবুক এনে দিচ্ছে সেই সুযোগ। পেয়ে যেতে পারেন ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন। মাত্র পাঁচ দিনের মধ্যেই লোনের টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে ফেসবুক। এর জন্য কোন কিছু আপনাকে বন্ধক রাখতে হবেনা। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থেই ফেসবুক নিয়েছে এই অভিনব উদ্যোগ।
সূত্রের খবর, এই স্কিমের আসল উদ্দ্যেশ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এমএসএমই সেক্টরের ভিত আরও শক্ত করা। সঠিক অঙ্কের পুঁজির ব্যবস্থা করে দিতে পারলে ভারতে ব্যবসার পথ আরও অনেকটা চওড়া হয়ে যাবে বলেই ফেসবুক সূত্রে জানা গিয়েছে। ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিলে ব্যবসায়ী ৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারেন। তার জন্য ফেসবুকের মাধ্যমে ইন্ডিফাইতে আবেদন জানাতে হবে। জমা দিতে হবে সকল প্রয়োজনীয় নথি। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে পাঁচ দিনের মধ্যেই পাওয়া যাবে লোনের অঙ্ক।
লোন নিলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সুদ দিতে হবে ১৭ থেকে ২০ শতাংশ হারে। ইতিমধ্যেই দেশের ২০০টি শহরে ফেসবুক ব্যবসায়ীদের সুবিধার জন্য এই প্রক্রিয়া চালু করে দিয়েছে। তাই ব্যবসা করার জন্য আর হাপিত্যেশ করে বসে থাকার প্রয়োজন নেই। লোনের জন্য অ্যাপ্লাই করুন ফেসবুকে।
ব্যুরো রিপোর্ট