Trending

বদলে যেতে চলেছে ফেসবুকের নাম। মার্ক জুকারবার্গের এই বহুজাতিক প্রতিষ্ঠানের নাম বদলের খবর কানে আসতেই রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় নেট দুনিয়ায়। তবে ফেসবুকের নাম কী হতে চলেছে সেই নিয়ে কোন ধোঁয়াশা কাটে নি। এমনকি ফেসবুকের একেবারে শীর্ষ আধিকারিকদের কয়েকজনের কাছেও এই নাম নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।
উল্লেখ্য, ফেসবুক আজ পৃথিবীর অন্যতম বৃহৎ সামাজিক প্ল্যাটফর্ম হলেও বর্তমানে ফেসবুক নিজেকে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র কাজ করবে ফেসবুক ইনকর্পোরেশনের ছত্রছায়ায়। এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাপের নামও ফেসবুক। সংস্থা সূত্রে জানানো হয়েছে, অ্যাপের নাম ফেসবুক অপরিবর্তিত রাখবে সংস্থা। তবে পাল্টে যেতে পারে ফেসবুক ইনকর্পোরেশনের নাম।
এই মুহূর্তে ফেসবুকের নাম ঠিক কী হতে চলেছে সেই নিয়ে সংস্থা মুখে কুলুপ এঁটেছে। তবে জানা গিয়েছে, নতুন নামের সঙ্গে যোগ থাকতে পারে ‘হরাইজন’ বা সীমানার সঙ্গে। সেক্ষেত্রে ফেসবুক যেভাবে সীমানার দড়ি ছিঁড়ে এগিয়ে যেতে চাইছে নাম পরিবর্তন তার প্রাথমিক ধাপ হতে পারে বলেও মনে করছেন অনেকে। আগামী ২৮ অক্টোবর এই বিষয় নিয়ে ফেসবুকের অ্যানুয়াল কানেক্ট কনফারেন্স আছে, সেখানেই জানা যাবে ফেসবুকের নয়া নাম।
ব্যুরো রিপোর্ট