Trending
যত গড়িয়েছে দিন, ততই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে ফেসবুক। বিশ্বজুড়ে এই আকাশচুম্বী জনপ্রিয়তা ধরে রাখার জন্য ফেসবুকে কর্মসংস্থানও হয় ভালোরকম। বিশ্বের সকল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইচ্ছে থাকে মেটায় কর্মসংস্থানের সুযোগ খুঁজে রাখা। কিন্তু এই বছরে খুব একটা আশার কথা শোনাল না ফেসবুক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরে মেটার কর্মসংস্থান স্বাভাবিকের চেয়ে কিছুটা কমই হবে।
মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই বছরে কর্মসংস্থানে তারা কাটছাঁট করতে চাইছে। চলতি বছরে মেটা সিদ্ধান্ত নিয়েছিল প্রায় ১০ হাজার ইঞ্জিনিয়ার নিয়োগের। কিন্তু সম্প্রতি প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটি অন্তত কর্মী নিয়োগ করবে ৩০ শতাংশ কম। অর্থাৎ এই বছর কর্মী নিয়োগ হতে পারে ৩-৪ হাজার কম। যা থেকে স্পষ্ট, এই বছরে কর্মী নিয়োগ হতে পারে ৬-৭ হাজার মতন। কিন্তু কর্মী নিয়োগে কাটছাঁট কেন?
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা মার্কিন মুলুক জুড়েই তৈরি হয়েছে আর্থিক মন্দা। অন্যদিকে অর্থনীতির অগ্রগতিও তেমন একটা চোখে পড়ার মতন নয়। স্বাভাবিকভাবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পূর্ব সিদ্ধান্ত মতন সংস্থার পক্ষ থেকে ১০ হাজার ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত বাতিল করছে সংস্থা। কর্মী নিয়োগের সংখ্যা এভাবে কমানোর কারণে তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের।