Daily

ফেস রিকগনিশন ফিচার মুছে ফেলার পথে ফেসবুক। বিপুল সংখ্যক ব্যবহারকারীর ফেস রিকগনিশন পাকাপাকিভাবে ডিলিট করে দিতে চলেছে নেতৃত্বাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। গত মঙ্গলবার এই কথা ঘোষণা করে মার্ক জুকারবার্গের এই সংস্থা।
তারা জানিয়েছে, অভ্যন্তরীণ নথিগুলির রিম, সাংবাদিক, আইন প্রণেতা এবং মার্কিন নিয়ন্ত্রকদের কাছে ফাঁস হয়ে যাওয়ার কারণে ফেসবুক এখন সবচেয়ে খারাপ অবস্থার শিকার। এছাড়াও মুখের এই শনাক্তকরণ প্রযুক্তির অবস্থান সম্পর্কে যথেষ্ট উদ্বেগ রয়েছে, বলে জানিয়েছে ফেসবুকের মাদার সংস্থা মেটা। পাশাপাশি এর ব্যবহার সম্পর্কে এখনও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি একটি ধারণা প্রদানের পর্যায়ে রয়েছে। আর এই অনিশ্চয়তার মধ্যে ফেস রিকগনিশনের ব্যাপ্তি ঘটাতে চাইছে না মেটা।
সংস্থা অনুভব করেছে যে, তাদের দৈনিক ব্যবহারকারীদের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ এই ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহারে স্বচ্ছন্দ্য বোধ করছে। ফলে এই ফিচার বন্ধ হয়ে গেলে, এক বিলিয়নেরও বেশি মানুষের ব্যক্তিগত মুখের স্বীকৃতি টেমপ্লেট মুছে ফেলা হবে বলে বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট