Trending

যত দিন যাচ্ছে ক্রমশই বাড়ছে ফেসবুকে অনলাইন গেমিংয়ের চাহিদা। ফেসবুক সূত্রে জানা গিয়েছে প্রায় ২৩ কোটি ভারতবাসী মজে থাকেন ফেসবুকের এই অনলাইন গেমিং সেশনে। যা নিঃসন্দেহে ভারতকে পৌঁছে দিয়েছে বিশ্বের তৃতীয় স্থানে। এবার অনলাইন গেমিং বাজারে নিজেদের ব্যবসা বৃদ্ধিতে আরো বেশি করে উদ্যোগী হল ফেসবুক। ভারতে তারা অনলাইন গেমিং সেশনকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই সংস্থা। তার জন্য কোমর বেঁধে নেমেও পড়েছে তারা।
ফেসবুক সূত্রে খবর, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম নিঃসন্দেহে ভারতের এই বিপুল বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষের আরো কাছে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম পৌঁছে গিয়েছে করোনার জন্য। দীর্ঘমেয়াদি লকডাউন যার অন্যতম কারণ। আর এই সুযোগে ফেসবুকের অনলাইন গেমিং সেশনের চাহিদা বেড়েছে হু হু করে। যে কারণে ভারতের বাজারে এই গেমিং প্ল্যাটফর্ম চালু করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে ফেসবুক। ২০১৯ সালে মার্চ মাসে ডেডিকেটেড গেমিং ট্যাব চালু করার কথা জানিয়েছিল ফেসবুক। আবার এপ্রিল মাসে ভারতে ফেসবুক গেমিং চালু করেছে মার্ক জুকারবার্গের সংস্থা। এবার সেই লক্ষ্যে আরো বেশি করে ঝাঁপানোর জন্য বিভিন্ন গেম ক্রিয়েটরদের আহ্বান জানানো হয়েছে। তাঁদের কনটেন্ট পছন্দ হলে এবং ফেসবুকে সেই কনটেন্টের গেম চালু করা হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিয়েটরদের মিলবে মোটা অঙ্কের পারিশ্রমিক। থাকবে অন্যান্য আকর্ষণীয় সুযোগ, সুবিধা।
ব্যুরো রিপোর্ট