Market
গোটা বিশ্বের বর্তমান ত্রাস করোনা ভাইরাস। এই ভাইরাস যেমন একের পর এক দেশের অর্থনৈতিক কাঠামোকে পঙ্গু করে দিয়েছে তেমনই অন্যদিকে বাড়িয়ে তুলেছে বেকারত্বের গ্রাফ। আর ঠিক এরই মধ্যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে শনির দশা কিছুটা হলেও কাটানোর লক্ষমাত্রা নিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক।
বুলেটিন নিউজ নামে একটি নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে ফেসবুক। এই ফিচারটির সাহায্যে লেখকরা যেমন ফ্রি এবং পেড নিউজলেটার তৈরি করতে পারবেন, তেমনই করতে পারবেন শেয়ার। সংস্থা সূত্রে খবর, এই ফিচারটির মাধ্যমে লেখকদের ছোট ছোট গ্রুপ তৈরি করে শুরু হবে এই বুলেটিনের যাত্রা। ক্রমশ আরও লেখকদের যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, বুলেটিন থেকে প্রাপ্ত আয়ের সম্পূর্ণটাই রাখতে পারবেন লেখকরা। এছাড়াও এই কাজের সঙ্গে অডিও জুড়ে দেওয়ার সুযোগও মিলতে পারে।
সংস্থার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, সৃজনশীল কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করাই এখন ফেসবুকের প্রধান লক্ষ্য। বুলেটিনের জন্য কনটেন্ট তৈরিতে বর্তমানে লেখক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞদের খোঁজ করছে ফেসবুক।
ব্যুরো রিপোর্ট