Prime
Daily
আগামী শুক্রবার থেকে নামতে চলেছে অতিরিক্ত মেট্রো
By sanchitabpn21 | August 12, 2021
Daily
আগামী শুক্রবার থেকে শহরের বুকে নামতে চলেছে অতিরিক্ত মেট্রো। করোনার চোখ রাঙানি কিছুটা শিথিল হতেই গণ পরিবহন পরিষেবাকে বাড়াতে বিশেষ জোর দিয়েছে সরকার।
এদিন মেট্রো কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এবার থেকে শহরের বুকে আপ ও ডাউন লাইনে প্রতিদিন ১১৪ টি মেট্রো চলবে। অন্যদিকে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানে ৭ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করে দেয়া হয়েছে।
সকাল ৮টা থেকে বেলা ১১.৩০ এবং ৩.৩০ থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে শনিবার। সোমবার থেকে শুক্রবার সকাল ৭ টায় শুরু হবে মেট্রো পরিষেবা।
ব্যুরো রিপোর্ট