Daily

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিরহি, চৌরাপাড়া, সাতইশ, উচ্চাখাঁপুর, গোপীশহর সহ সংলগ্ন এলাকা। এই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রে। গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে। যার ফলে ধান, পাট, ভুট্টা, লঙ্কা সহ মিষ্টি কুমড়া চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এই এলাকায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টিও হয় । আর এতেই মাথায় হাত কৃষকদের। বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে পাট, লঙ্কা, ভুট্টা সহ অন্যান্য ফসল। ধান পাকার আগে শিলা বৃষ্টির জলে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গেছে। এমনকি নষ্ট হয়ে গেছে লঙ্কা, পাটও। জানা গেছে এই এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে ধান চাষ, ৭০ বিঘা জমিতে পাট, ৫০ বিঘা জমিতে লঙ্কা, ২০ একর জমিতে ভুট্টা ও কুমড়া চাষ হয়।এলাকার কৃষকদের আবেদন এমন পরিস্থিতিতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন। এই সময় সরকার তাদের পাশে দাঁড়ালে তারা প্রাণে বাঁচবেন। এই এলাকায় চাষের পাশাপাশি বাড়িঘর, গাছপালাও ভেঙে গেছে। রবিবারও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন গ্রামবাসীরা। যদিও বালুরঘাট ব্লক অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষেতের ছবি তুলে নিয়ে নেয়া হয়েছে ।
বালুরঘাট থেকে শিব শঙ্কর চ্যাটার্জির রিপোর্ট