Market

চলতি মাসে রপ্তানি বাণিজ্যে ভারতের অর্থনীতি অনেকটাই অক্সিজেন পেল। গত ১৪ দিনে রপ্তানির অঙ্ক শতাংশের হিসেবে ৪৬.৪৩% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪.০৬ বিলিয়ন ডলারে। রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সহ বিভিন্ন জেমস, জুয়েলারি এবং পেট্রোলিয়াম প্রোডাক্টস।
প্রথম সপ্তাহে রপ্তানি শতাংশের হিসেবে একধাক্কায় ৫০% বেড়ে পৌঁছায় ৭.৭১ বিলিয়ন ডলারে। দ্বিতীয় সপ্তাহে অবশ্য রপ্তানিতে অল্প ঘাটতি নেমে আসে ৪০%-এ। স্বাভাবিকভাবেই রপ্তানির অঙ্ক এসে দাঁড়ায় ৬.৩৫ বিলিয়ন ডলারে। সরকারি সূত্রে খবর, নন-পেট্রোলিয়াম প্রোডাক্ট রপ্তানি হয়েছে ৪৩.৮%
তবে, শুধু রপ্তানি নয়। চলতি মাসের ১-১৪ তারিখের মধ্যে ভারত আমদানি করেছে পেট্রোলিয়াম, পার্লস, মূল্যবান পাথর এবং ভেজিটেবল অয়েল। শতাংশের হিসেবে আমদানি বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮.৩৩%-এ। অঙ্কের হিসেবে ১৯.৫৯ বিলিয়ন ডলার।
আরব এমিরেটস, আমেরিকা এবং ইতালিতে অধিকাংশ পণ্য যেমন রপ্তানি করা হয়েছে তেমন আমদানি করা হয়েছে আরব, ইরাক এবং চিন থেকে। সরকারি সূত্রে খবর, ২০২১-২২ অর্থবর্ষে পণ্যদ্রব্য রপ্তানির অঙ্ক ছুঁতে পারে ৪০০ বিলিয়ন ডলারে। যা নিঃসন্দেহে দেশের টালমাটাল অর্থনীতিকে সোজা করে দাঁড় করাবার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।
ব্যুরো রিপোর্ট