Market
উৎসবের মরশুমে ঘুরে দাঁড়িয়েছে ভারতের রফতানি ব্যবসা। খাবার, হ্যান্ডিক্র্যাফট, পোশাকের মত পণ্যের বিদেশে রফতানি বেড়েছে প্রায় ১৫%। একইসঙ্গে চাহিদা বাড়ছে ভারতীয় মিষ্টির। সূত্রের খবর, ভারতের এই রপ্তানি ব্যবসায় জ্বালানির কাজ করেছে আমেরিকা। তার অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে, বাইডেন সরকার আসার পর ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক অনেকটাই পুরনো ছন্দে ফিরেছে। তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের রফতানি বাণিজ্যে।
স্ন্যাক্স এবং মিষ্টির মত খাবারের রফতানি বেড়েছে চার থেকে পাঁচ শতাংশ। গত বছরের থেকে রফতানি বাণিজ্যের এই বৃদ্ধি পৌঁছে যেতে পারে ৪০ শতাংশে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের রফতানি বাণিজ্যের অঙ্ক পৌঁছে গিয়েছে ১৯৭.৮৯ বিলিয়ন ডলারে। যা এই পুজো মরশুমে আরো অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, গত বছরে পুজো মরশুমের চেয়ে এই বছরে রফতানির বাণিজ্য বেড়েছে প্রায় ১৫%।
সামনেই ক্রিসমাস। এই সময় ভারতের রফতানি বাণিজ্যে সবচেয়ে বেশি জ্বালানি দিচ্ছে আমেরিকা। তার অন্যতম প্রধান কারণ হিসেবে আর্থিক বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকায় বর্তমানে অনেকটাই স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। ফলে মার্কিন অর্থনীতি ফিরে আসছে তার পুরনো ছন্দে। সেদিক থেকে কিছুটা হলেও হোঁচট খেয়েছে ইংল্যান্ড। তবে আর্থিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন অর্থনীতি চাঙ্গা হতে শুরু করায় ভারতের রফতানি বাণিজ্য এখন কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে।
ব্যুরো রিপোর্ট