Daily

কেঁপে উঠল ঢাকার মগবাজার। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কয়েকজনের। আহত অনেকে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যেবেলা ঢাকার মগবাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যে ৭ টা নাগাদ মগবাজারে শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর হঠাৎ আগুন লেগে যায়। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাস। ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের আশেপাশে থাকা সাতটি ভবন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক তারের ওপর কিছু একটা উড়ে এসে পড়ে এবং তারপরেই আগুন ধরে যায়। আগুন লাগে ৩৯ জনের শরীরেও। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণে মারা গেছেন ৭ জন।
তবে আপাতত ছয়জনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। যাদের মধ্যে কলেজ হাসপাতালে মারা গিয়েছেন ২ জন। এদের মধ্যে একজন সুবহানা নামের মাত্র ৯ মাস বয়সী এক শিশু। অন্যজন ৪০ বছরের এক অজ্ঞাতনামা ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজে মারা গিয়েছেন সুবহানার মা জান্নাত। এছাড়াও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পরেই আহত প্রায় ২০০ জনকে মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. শাহ পরাণ।
রাত ১১ টা নাগাদ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের প্রাথমিক কারণ জানার জন্য কমিটি গঠন করা হয়েছে। ভবনের নিচের তলায় ছিল একটি ফাস্টফুডের দোকান। দ্বিতীয় তলায় ছিল একটি শোরুম এবং তৃতীয় তলায় ছিল স্টুডিও। এছাড়াও ভবনের সামনে রাস্তার কাজ চলছিল। ফলে গ্যাস এবং ইলেকট্রিকের তার ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস বিস্ফোরণই যাবতীয় দুর্ঘটনার কারণ।
ঋদি হক, ঢাকা