Market

ফের নামলো ডলারের নিরিখে টাকার দাম । এমন পরিস্থিতিতে সংশয়ে প্রায় সকল অর্থনীতিবিদরা । UPA আমলে যেখানে ১ ডলারের নিরিখে টাকার দাম ছিল ৬৫ সেখানে বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ৮০.০৬ টাকায় । টাকার দাম পরায় অশোধিত তেলের মতো পণ্য গুলির আমদানি খরচ বাড়বে অনেকটাই ।
সমস্যা হবে রাজকোষের অবস্থা স্থির রাখায় । এমন অবস্থায় বিশেষজ্ঞগণের একাংশ অনুমান করছেন টাকার দর কমে গিয়ে দাড়াতে পারে ৮১ – ৮২ টাকায় বা তার বেশিতে । এবং এখানেই শেষ নয় , আগামী ২৬-২৭ জুলাই আমেরিকার ফেডারাল রিজার্ভ সুদ যদি আরও বাড়ায় তখন টাকার দাম ঘিরে পরিস্থিতি আরও জটিল হবে বলে ধারণা। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন যা অবস্থা, তাতে সারা বছরের গড় হিসাবে ডলার মোটামুটি থিতু হতে পারে ৭৯ টাকায়। তবে এই মুহূর্তে তা ৮১ টাকাও পেরিয়ে যেতে পারে।
তবে এসবের মধ্যেও আশার আলো দেখাচ্ছে ক্রিসিল , এই অর্থবর্ষের শেষের দিকে টাকার উপর থেকে চাপ কিছুটা কমতে পারে ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ