Daily

‘হিস্ট্রি রিপিটস ইন্টসেলফ’। ২৩ মার্চ ২০২০। করোনার মরণ কামড় সূচকের পতন ঘটিয়েছিল ৩০০০ পয়েন্টেরও বেশি। মুখ থুবড়ে পড়েছিল অর্থনীতির, বিশ্ব বাণিজ্য। অনেকটা যেন সেই পরিস্থিতিই ফিরে আসার আঁচ পাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও এতে হতাশ নন তারা। বরং, এই পরিস্থিতিকে তুরুপের তাস করে নতুন লগ্নির দিশা দেখছেন তারা।
দক্ষিণ আফ্রিকার করোনার নতুন প্রজাতি ওমিক্রন এখন বিশ্বের কাছে নতুন উদ্বেগের কারণ। চিন্তার কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কাছেও। প্রশ্ন উঠছে, আবারও কি লকডাউন দেখবে গোটা বিশ্ব? তাহলে তো আবারও ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য। ফের বাড়বে কর্মহীনতা। যদিও পরে লকডাউন শিথিল হতে থাকায় এবং অর্থনীতিতে প্রাণ ফেরার লক্ষণে লাগাতার উত্থান দেখেছে বাজার। আর এবারেও তেমনটাই হবে বলে আশ্বাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গত বছর করোনার কারণে সেনসেক্সের পতন হয়েছিল ৩৯৩৫ পয়েন্ট। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে, অস্বাভাবিক সূচক উত্থানের সাক্ষী থাকে শেয়ার বাজার। এক ধাক্কায় ২৬ হাজার পয়েন্ট বৃদ্ধি পায় সূচক। আর সেই সূচকই গত শুক্রবার ১৬৮৮ পয়েন্ট হারিয়ে ৫৭,১০৭-এ নেমেছে ফের করোনার আতঙ্ক গ্রাস করায়। বিশেষজ্ঞদের পরমর্শ, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এর হাত ধরেই নতুন লগ্নির দিশা খুলবে বলে আস্থা বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞরা বলছেন, এই সুযোগকেই কাজে লাগাতে হবে। হাতে নগদের ব্যবস্থা থাকলে, কম দামে শেয়ার কিনে রাখাটা ভালো হবে। তেলের ক্ষেত্রেও সুবিধা নিতে পারবে ভারত। চাহিদা কমায় বিশ্ব বাজারে দাম কমেছে অশোধিত তেলের। আর এই পরিস্থিতিকে সোনার চাবিকাঠি হিসেবে ব্যবহার করলে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির হারও কমাবে।
ব্যুরো রিপোর্ট