Jobs

বিভিন্ন ভাষায় দক্ষ? তাহলে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি চাকরি
বিভিন্ন ভাষায় দক্ষ ব্যক্তিদের জন্য সুবর্ণ সুযোগ। ক্যাবিনেট সেক্রেটারিয়াটের তরফে বিভিন্ন ভাষায় দক্ষ ব্যক্তিদের নন-গ্যাজেটেড পোস্টে নিয়োগ করা হবে। নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। এই পদে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী মার্চ মাস পর্যন্ত।
মোট ৩৮টি শুন্য পদে নিয়োগ করা হবে। সারা দেশের যেকোনো রাজ্য থেকে এমনকি এ রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের যেসব ভাষায় দক্ষতা থাকতে হবে সেগুলো হোলো
Balochi, Bhasa, Burmese, Dari, Dzonkha, Dhivehi, Kachin, Russian, Sinhala ইত্যাদি। এই ভাষা গুলিতে অন্তত ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারী দের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর।
এই পদের জন্য বেতনক্রম রাখা হয়েছে
নূন্যতম ৪৪,৯০০ টাকা।
আবেদনকারীরা www.cabsec.gov.in এই ওয়েবসাইটে অথবা এই www.davp.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেখানে আবেদনপত্র ফিলাপ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৪ মার্চ ২০২২।
ব্যুরো রিপোর্ট