Market

ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরির ওপর জোর দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই লিথিয়াম আয়ন ব্যাটারির ‘প্যাক’ ও ‘মডিউল’ তৈরির জন্য সুইজ়ারল্যান্ডের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা গড়ছে কলকাতার সংস্থা এক্সাইড ইন্ডাস্ট্রিজ়। সেগুলির মূল উপাদান ‘লিথিয়াম আয়ন সেল’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর জন্য কয়েক হাজার মেগাওয়াটের (মাল্টি গিগাওয়াট) কারখানা গড়ার উদ্যোগ নিয়েছে সংস্থার পরিচালন পর্ষদ। কেন্দ্রের উৎপাদনভিত্তিক আর্থিক প্রকল্পের সুবিধা নেওয়ারও পরিকল্পনা করেছে সংস্থাটি।
তবে এই প্রকল্পের সম্ভাব্য জায়গা, লগ্নি, কোনও সংস্থার সঙ্গে জোট বাঁধবে কিনা, সেই সব বিষয় এখনও স্পষ্ট করেনি এক্সাইড। সূত্রের খবর, বেশ কয়েকটি রাজ্যে সম্ভাব্য জায়গা খোঁজার প্রক্রিয়া চলছে। এ ধরনের এক গিগাওয়াট ক্ষমতার কারখানা গড়তে জমি-বাড়ি বাদে প্রায় ১০ কোটি ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) খরচ হয়। সংস্থা যেহেতু তার চেয়ে বেশি ক্ষমতার কারখানা গড়ার পরিকল্পনা নিয়েছে, তাই লগ্নির অঙ্ক আরও বেশি হওয়ারই সম্ভাবনা বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
ব্যুরো রিপোর্ট