Daily

যেকোনো ব্যাটারি তৈরির ক্ষেত্রে প্রধান উপাদান হল ‘লিথিয়াম আয়ন সেল’। বৈদ্যুতিক গাড়ির বাজার ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা দেখে এবার এই লিথিয়াম আয়ন সেল উৎপাদনকারী কারখানা গড়তে বিপুল ব্যয় করল কোলকাতার এক্সাইড ইন্ডাস্ট্রিজ। সংস্থার পরিকল্পনা, ৬ হাজার কোটি টাকা লগ্নি করে বেঙ্গালুরুতে আগামী আট থেকে দশ বছরের মধ্যেই দুই পর্যায় এই কারখানা তৈরি হবে ।
২০২৪ সালে প্রথম পর্যায়ের মতো কারখানা চালু হওয়ার পরেই কারখানা থেকে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা পর্যন্ত আয়ের আশা রাখছে এক্সাড। বেঙ্গালুরু বিমানবন্দরের নিকটেই তৈরি হবে এই কারখানা। দুই পর্যায়েতে ছয় গিগাওয়াট করে তৈরি হবে কারখানাটি। আনুমানিক ছয় হাজার কোটি টাকা লগ্নি নিয়ে তৈরি হবে এই ৮০ একর জমিতে ১২ গিগাওয়াট সেল কারখানাটি। বৃহস্পতিবার এক্সাইডের এমডি সিইও সুবীর চক্রবর্তী এমনই জানান।
কিন্তু এই মুহূর্তে প্রশ্ন দাঁড়াচ্ছে কলকাতা ছেড়ে কর্ণাটক কেন? এই প্রশ্নের সুবীর চক্রবর্তী জানান , জাতীয় সড়কের পাশাপাশি বিমানবন্দর এবং বন্দরের মতো পরিকাঠামো রয়েছে সেখানে। এছাড়াও আকর্ষণীয় আর্থিক সুবিধা দিয়েছে কর্ণাটকের সরকার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ