Trending
বন্দে ভারতের পর বর্ষশেষে মোদীর উপহার অমৃত ভারত। সবুজ পতাকা নেড়ে অযোধ্যা ধাম স্টেশন থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। যার একটি পেল বাংলা। সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বছরের শেষ মুহূর্তে বাংলার প্রাপ্তি ব্র্যান্ড নিউ মেক ইন ইন্ডিয়া অমৃত ভারত এক্সপ্রেস।
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করল অমৃত ভারত এক্সপ্রেস। রেল জানিয়েছে, অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রীরা কোনও ঝাঁকুনি অনুভব করতে পারবেন না। ট্রেন থামার সময় বা চালু হওয়ার সময় কোনও ঝাঁকুনি বোঝা যাবে না। দুটি কোচের মধ্যে থাকবে সেমি পার্মানেন্ট কাপলার। যার ফলে রেল যাত্রা হবে আরামদায়ক।
ননএসি স্লিপার ক্লাস ট্রেন অমৃত ভারত। বন্দে ভারতের স্লিপার ভার্সন এই ট্রেনটি বাংলার মালদহ থেকে অযোধ্যা ধাম হয়ে বেঙ্গালুরু ছুটবে। সময় লাগবে ৪২ ঘন্টার মতো। প্রশ্ন হচ্ছে, হাওড়া বা শিয়ালদহ নয়, মালদহকে কেন বেছে নেওয়া হল? রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই স্টেশন বেছে নেওয়া হয়েছে। এই জেলা থেকে উত্তরবঙ্গের বহু মানুষ ট্রেন ধরেন। লোকসভা নির্বাচনের আগে বাংলা জয়ের জন্য অমৃত ভারত মোদীর আরও এক মাস্টারস্ট্রোক, বলছেন অনেকেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ