Daily

হিরাকুদ বাঁধে রোমাঞ্চকর নৌভ্রমন! আগস্টেই স্বাদ পেতে চলেছেন ভ্রমণপিপাসুরা। আর তার সাথে যদি উপরি পাওনা হিসেবে দু-চারটে বন্য প্রাণীর দর্শন হয়ে যায়? কেমন হয় ব্যাপারটা? শুনে বেশ এডভেঞ্চারস মনে হচ্ছে তাই না! দেরি নেই, খুব শিগগিরই উপভোগ করতে পারেন আপনিও।
উড়িষ্যা মানে গতে বাঁধা পুরী, ভুবনেশ্বর আর দারিংবাড়িই নয়। সোজা চলে যান সম্বলপুর থেকে মাত্র ২০কিমি দূরে মহানদীর উপর বিস্তীর্ণ ৫৫ কিলোমিটার বিস্তৃত হিরাকুদ বাঁধে নৌভ্রমনে। পাশেই রয়েছে দেব্রীগঢ় বন্যপ্রাণী অভয়ারণ্য। একে নদীতে ক্রুজ সফর, সাথে শীতল বাতাস, তায়ে সাইটসিং এর জন্য পাখি কিংবা বন্যপ্রাণীর দর্শন। এর চেয়ে লোভনীয় আর কিছু হয় কি!
প্রতি ব্যাচে নৌকোয় উঠবেন ৮ জন যাত্রী। ভ্রমণের সময় এক ঘন্টা। তবে পর্যটকদের ভ্রমণকালে এই এক ঘণ্টার নৌভ্রমন যে বেশ আরামদায়ক এবং এডভেঞ্চারস হবে, তা নিশ্চিতভাবে বললেন হিরাকুদ ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসার অংশু প্রাজ্ঞ দাস।
ভ্রমণ পরিকল্পনায় যুক্ত থাকছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফলে পর্যটন ব্যবসার উন্নতির পাশাপাশি স্থানীয় লোকজনের কর্মসংস্থানের দিকটিও বজায় থাকছে। দেরি না করে পরিবার কিংবা বন্ধুদের সাথে ঘুরেই আসুন হিরাকুদ। নৌভ্রমনের স্বাদ নিতে ভুলবেন না যেন!
ব্যুরো রিপোর্ট