Daily

শারীরিক যে কোন ব্যথা সহ্যের বাইরে চলে গেলে একটি ব্যাথার ওষুধ খেয়ে নেওয়াই দস্তুর। কিন্তু জানেন কি এই ব্যাথার ওষুধ সাময়িক কষ্ট দূর করলেও ঠেলে দিতে পারে গুরুতর কোনো অসুখের দিকে।
তবে মাঝেমধ্যে ব্যথার ওষুধ শরীরের তেমন কোনো ক্ষতি করেনা।
তবে যেটা সবথেকে বেশি ক্ষতি করে সেটা হল চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যাথার ওষুধ খাওয়া। কারণ চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া ঠিক নয়।
এ ছাড়া যারা হাড়ের নানান সমস্যায় ভোগেন অর্থাৎ বিভিন্ন ধরণের অর্থারাইটিস রোগীরা প্রায়শই কোনো না কোনো ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধ সেবন যথেষ্ট ক্ষতিকর।
দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে যে ক্ষতি গুলি হতে পারে জেনে রাখুন এবং সচেতন থাকুন।
দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কিডনি, লিভার ও পাকস্থলীতে মারাত্মক ক্ষতি হতে পারে। ফলে রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন- তীব্র পেটব্যথা, পায়খানার সঙ্গে রক্ত পড়া, রক্তবমি হওয়া, রোগীর পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে জল জমা, প্রস্রাব কম হওয়া বা প্রসাব বন্ধ হয়ে যাওয়া।
তাই এই ধরণের কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই শীঘ্র চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।
তবে অসহ্য ব্যাথা হলে তো কিছু ব্যবস্থা নিতেই হয় সেক্ষেত্রে কি করবেন জেনে রাখুন।
যারা বিভিন্ন রকম ব্যাথায় ভুগছেন, বিশেষ করে আর্থারাইটিস রোগীরা ফিজিওথেরাপি করাতে পারেন। আর ব্যথানাশক ওষুধ খেলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান।
ব্যুরো রিপোর্ট