Daily

অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ড হাসপাতালে এতদিন চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন তাঁকে উডল্যান্ডস থেকে আরেকটি বেসরকারি নার্সিং হোম মেরি ল্যান্ড নার্সিং হোমে তাঁকে নিয়ে যাওয়া হল। এখানেই আরও সাতদিন আইসোলেশনে থাকবেন এই বর্ষীয়ান কমরেড।
গত ১৮মে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর গত ২৫মে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তা আলাদা করে উদ্বেগ বাড়ায় চিকিৎসকদের মধ্যে। ঘনঘন মেডিক্যাল টিমের কড়া নজরদারি চলছিল।
গত পরশুদিন অর্থাৎ ৩১মে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। অক্সিজেনের মাত্রাও ক্রমশ বাড়তে বাড়তে এখন ৯৬-এ এসে পৌঁছেছে। শ্বাসকষ্টের সমস্যাও নেই। ফলে অক্সিজেন সাপোর্টের খুব একটা প্রয়োজন পড়ছে না। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, উডল্যান্ডস হাসপাতাল থেকে তাঁকে ট্রান্সফার করা হবে মেরি ল্যান্ড নার্সিং হোমে। এখানেই আরও সাতদিন আইসোলেশনে থাকবেন বুদ্ধবাবু। চিকিৎসকরাই প্রতি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার আপডেট নেবেন। প্রয়োজন পড়লে খেপে খেপে দেওয়া হবে অক্সিজেন।
ব্যুরো রিপোর্ট